‘এসই’ এর উদ্দেশ্যসমূহ
এসো সচেতন হই সোসাইটি সামাজিক সচেতনতামূলক একটি আন্দোলন। এর সংক্ষিপ্ত নাম এসই। লেখক ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম ‘নয় মূখতা চাই সচেতনতা’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৫ সালে ‘এসো সচেতন হই সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। তিনি মনে করেন, ডিজিটাল এই যুগে আমরা একদিকে যেমন ব্যস্ত হয়ে পড়েছি অন্যদিকে আমরা অনেকে অনেক কিছু গভীরভাবে বিশেষ করে দৈনন্দিন বিষয় সম্বন্ধে জানার বা বুঝার চেষ্টা থেকে নিজেকে বিরত রাখছি।
উদ্দেশ্যসমূহ
‘এসো সচেতন হই সোসাইটি’ এর উদ্দেশ্যসমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ
১. সাধারন মানুষ ডায়াবেটিক সম্বন্ধে সচেতন করা।
২. ডায়াবেটিকের কারণে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই চিকিৎসা করানোর মানসিকতা তৈরি করা।
৩. ডায়াবেটিকের কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়া থেকে ডায়াবেটিকে আক্রান্ত সাধারণ মানুষকে রক্ষা করা।
৪. ডায়াবেটিক সম্বন্ধে সাধারণ মানুষের মনে যেসকল কুসংস্কার রয়েছে তা দূর করে ডায়াবেটিক সম্বন্ধে সঠিত তথ্য প্রদান।
৫. ডায়াবেটিকে আক্রান্ত ব্যক্তি বা নির্ভরশীল ব্যক্তিকে স্বাবলম্বী করার পরামর্শ প্রদান।
৬. ডায়াবেটিকে আক্রান্ত ব্যক্তি বা নির্ভরশীল ব্যক্তিকে পুনঃবাসন করা।
৭. বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়াদে মনে এই ধারণা সৃষ্টি করা তারাও সমাজের অন্যান্য মানুষের মত এই সমাজে নিজের মান-সম্মান নিয়ে বেঁচে অধিকার রয়েছে।
৮. বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়া সম্বন্ধে সাধারণ মানুষের মনে ইতিবাচক ধারণ সৃষ্টি।
৯. বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়াদেরকে নৈতিক মূল্যবোধ সম্বন্ধে ধারণ প্রদান।
১০. বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়া বা নির্ভরশীল ব্যক্তিকে স্বাবলম্বী করার পরামর্শ প্রদান।
১১. বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়া বা নির্ভরশীল ব্যক্তিকে পুনঃবাসন করা।
১২. ডায়াবেটিস এবং হিজড়া সম্বন্ধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন।