‘এসই’ এর কর্মসূচিসমূহ
এসো সচেতন হই সোসাইটি সামাজিক সচেতনতামূলক একটি আন্দোলন। এর সংক্ষিপ্ত নাম এসই। লেখক ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম ‘নয় মূখতা চাই সচেতনতা’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৫ সালে ‘এসো সচেতন হই সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। তিনি মনে করেন, ডিজিটাল এই যুগে আমরা একদিকে যেমন ব্যস্ত হয়ে পড়েছি অন্যদিকে আমরা অনেকে অনেক কিছু গভীরভাবে বিশেষ করে দৈনন্দিন বিষয় সম্বন্ধে জানার বা বুঝার চেষ্টা থেকে নিজেকে বিরত রাখছি।
কর্মসূচিসমূহ
‘এসো সচেতন হই সোসাইটি’ একটি সচেতনতামূলক একটি আন্দোলন। যার সংক্ষিপ্ত রুপ এসই। এসই ২০১৫ সাল থেকে ডায়াবেটিস সচেতনতা এবং জনগণের মাঝে কুসংস্কারদূরীকরণ এবং হিজড়াদের সম্বন্ধে মানুষের ইতিবাচক মনোভাব এবং হিজড়াদেরকে নৈতিক শিক্ষা দিয়ে আসছে। এসই প্রোগ্রামগুলো যেভাবে পরিচালনা করছে। যেমনঃ
১. ডায়াবেটিস’সহ অন্যান্য রোগ সম্বন্ধে কুসংস্কার দূরীকরণ (ডায়াবেটিস একজনের জানা দরকার সকলের)
২. একই মায়ের গর্ভের কষ্টের সন্তান (বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়া): এরাও আমাদের সন্তান ঔষধ (ক্রয় করার ক্ষেত্রে সচেতনতা)
১। ডায়াবেটিস’সহ অন্যান্য রোগ সম্বন্ধে কুসংস্কার দূরীকরণ (ডায়াবেটিস একজনের, জানা দরকার সকলের):
ডায়াবেটিস হরমোনজনিত একটি শারীরিক সমস্যা। কিন্তু সাধারণ মানুষ তা না ভেবে বিভিন্ন ধরনের কুসংস্কারমূলক মন্তব্য করে বসেন। ডায়াবেটিস সম্বন্ধে সঠিক ধারণা প্রদানে এবং কুসংস্কার দূরীকরণে ‘এসো সচেতন হই সোসাইটি’ নিম্নের পক্রিয়ার মাধ্যমে উক্ত প্রোগ্রাম বাস্তবায়ন করে যাচ্ছে।
ক) ডায়াবেটিস সচেতনতা এবং কুসংস্কারদূরীকরণকল্পে পথসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি/বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান), বিশ্ববিদ্যালয়ের হল, স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক, হাসপাতালে, মার্কেট, বস্তি, গ্রাম এবং বিভিন্ন পাবলিক প্লেসে সচেতনতামূলক আলোচনা করা।
খ) গরিব অসহায় ডায়াবেটিস রোগীদেরকে ইনসুলিন, ঔষধ, গ্লোকোমিটার প্রদান
গ) গরিব অসহায় ডায়াবেটিস রোগীদেরকে হাসপাতালের যাতায়ত ভাড়া প্রদান
ঘ) গরিব অসহায় ডায়াবেটিস রোগীদেরকে স্বল্পমূল্যে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা
ঙ) গরিব অসহায় ডায়াবেটিস রোগীদেরকে অথবা সে যার উপর নির্ভরশীল সেই ব্যক্তিকে পূনর্বাসেনর (যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে লিঙ্ক তৈরি করে চাকরির ব্যবস্থা করা) ব্যবস্থা করা অথবা উক্ত ব্যক্তির রিসোর্স কাজে লাগলোর বিভিন্ন পরামর্শ দেয়া অথবা তার রিসোর্স অপর্যাপ্ত হলে এসই কর্তৃক সাহায্য প্রদান করে তাকে স্বাবলম্বী করার ব্যবস্থা করা।
চ) ডায়াবেটিক রোগীদের বাড়ী বাড়ী ডায়াবেটিকে আক্রান্ত ব্যক্তিসহ তার পরিবারের শারীরিক ও আর্থিক খোঁজ খবর
নেয়া এবং তাদেরকে মানসিক কাউন্সিলিং করা।
ছ) ডায়াবেটিক সম্বন্ধে সচেতনতা ও কুসংস্কার দূরীকরণকল্পে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া লেখালেখির মাধ্যমে প্রচারণা।
ঝ) ডায়াবেটিক সম্বন্ধে সচেতনতামুলক নাটিকা প্রদর্শন।
২। একই মায়ের গর্ভের কষ্টের সন্তান (বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়া) : এরাও আমাদের সন্তান
বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়া সম্বন্ধে সাধারণ মানুষের মনে ইতিবাচক ধারণ সৃষ্টি এবং হিজড়াদেরকে স্বাবলম্বী করার করার লক্ষে নিম্নের কাজগুলো করার মাধ্যমে উক্ত প্রোগ্রাম পরিচালনা করে আছে।
ক) হিজড়া সন্তানটি তার পরিবাবেই বসবাস করবে এই মানসিকতা গড়ে তোলার জন্য হিজড়া শিশু জন্মগ্রহণকৃত পরিবার প্রধানকে কাউন্সিলিং।
খ) বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়াদের সম্বন্ধে সাধারণ জনগণের মনে ইতিবাচক মনোভাব আনয়নে পথসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি/বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান), বিশ্ববিদ্যালয়ের হল, স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক, হাসপাতালে, মার্কেট, বস্তি, গ্রাম এবং বিভিন্ন পাবলিক প্লেসে সচেতনতামূলক আলোচনা করা।
গ) বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়াদের মাঝে নৈতিক শিক্ষা ও বর্তমান সমাজ ও বিশ্বপরিচিতি সম্বন্ধে ধারণা প্রদান। ধর্মীয় আদর্শের আলোকে এবং রাষ্ট্রে বিদ্যমান আইন অনুযায়ী তাদের অধিকার সম্বন্ধে ধারণা প্রদান করা।
ঘ) বর্হিঃবিশ্বের প্রতিষ্ঠিত হিজড়াদের কর্ম, জীবন ও সফল হওয়ার কাহিনি সম্বন্ধে ধারণা প্রদান।
ঙ) বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়াদেরকে স্বাবলম্বী করণকল্পে পরামর্শ ও গাইডলাইন প্রদান।
চ) বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়াদের পূর্নবাসনের (যোগ্যতা অনুযায়ী চাকরি ব্যবস্থা) ব্যবস্থা করা।
ছ) বৈচিত্র্যময় জনগোষ্ঠি সত্যিকারের হিজড়াদের চিহ্নিত করে তাদের নামের তালিকা তৈরি এবং যারা হিজড়ার ছদ্মবেস ধরে পথে ঘাটে জোঁর করে মানুষের কাছ থেকে টাকা চিনিয়ে নেয় তাদের কঠোর শাস্তির ব্যবস্থার জন্য বা এটা যে মানবতা বিরোধী তা বুঝানোর জন্য লেখালেখির মাধ্যমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রচারণা।
ঝ) বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়াদের সম্বন্ধে সাধারণ মানুষের মনে ইতিবাচক সচেতনতামুলক নাটিকা প্রদর্শন।